Sat. Nov 1st, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : আর বি এস পাভেল রাজশাহী: রাজশাহী মহানগরীতে ০৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী  মারুফ হোসেন(২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল।

বুধবার (০৬ সেপ্টেম্বর) রাত্রি সারে ৯ টার সময় নগরীর পেয়াজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মারুফ হোসেন রাজশাহী মহানগরীর লক্ষিপুর আইডি বাগানপাড়া এলাকার মোঃ আঃ ছালামে’র ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার। র‍্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর পেয়াজীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মারুফ হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় আটক ব্যক্তির সঙ্গে থাকা ১টি বাজারের ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে প্যাকেটে মোড়ানো ছিল।

উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ১,২০,০০০/-(এক লক্ষ বিষ হাজার) টাকা।উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।