মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর দক্ষিণখানের হোলান গ্রামে ১১ বছরের প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শিশুটির বাবা সোমবার রাতে থানায় অভিযোগ করেন প্রতিবেশী মোতালেব হোসেনের ছেলে আফরাফুল ইসলাম তার প্রতিবন্ধী মেয়েকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেছে। পরে শিশুকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হোলান গ্রামের নর্দাপাড়া থেকে আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে।