বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
সহজ জয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার। প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন অ্যান্ডি মারেও।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত মঙ্গলবার সুইস তারকা ফেদেরার ৬-১, ৬-২, ৬-১ গেমে হারান আর্জেন্টিনার লিওনার্দো মায়েরকে। আর অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের বিপক্ষে ব্রিটিশ তারকা মারের জয়টি ৭-৫, ৬-৩, ৪-৬, ৬-১ গেমে।
পুরুষ এককে এদিন দ্বিতীয় রাউন্ডে ওঠেন ফেদেরারের স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কা, চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ, যুক্তরাষ্ট্রের জন ইসনারাও।