শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৫ : মানবতাবিরোধী বিচারে সাজাপ্রাপ্ত আসামি সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ওরফে কোকোকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
২০০৮ সালের গুলশান থানায় একটি হত্যা চেষ্টার মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
ধানমণ্ডি থানার পুলিশ ওয়ারেন্ট মূলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে শনিবার সিএমএম আদালতে পাঠায়। আদালতে তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ।
এদিকে, জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা হুম্মাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।