Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
সমসজিদ উচ্ছেদ ও কোরবানির ঐতিহ্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ১৩ সেপ্টেম্বর বিক্ষোভ মিছি​ল করবে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। ওই দিন বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এ মিছিল বের করার কথা বলেছে তারা।

আজ সকালে রাজধানীর বারিধারার জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাসেমী।

নূর হোসাইন অভিযোগ করেন, ‘বুড়িগঙ্গাকে দখলমুক্ত করার নামে সেখানে দীর্ঘদিন ধরে থাকা মসজিদগুলো উচ্ছেদ করার চেষ্টা করছে সরকার। এর মধ্যে কেরানীগঞ্জের একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। জমি দস্যুরা যুগ যুগ ধরে বুড়িগঙ্গা গ্রাস করে আছে। শিল্প কারখানার বর্জ্য সেখানকার পানি ও পরিবেশ নষ্ট করছে। সেগুলো বন্ধে সরকার ব্যর্থ হয়েছে। এখন নজর দিয়েছে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর।’

সম্মেলনে আগামী এক সপ্তাহের মধ্যে কেরানীগঞ্জের ভেঙে ফেলা মসজিদ পুনর্র্নিমাণ ও মসজিদ উচ্ছেদের মতো সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানানো হয়।

এদিকে সম্প্রতি ঢাকায় নির্দিষ্ট স্থানে কোরবানির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়টির বিরোধিতা করে নূর হোসাইন কাসেমী বলেন, ‘কোরবানির মতো ইবাদতের উৎসবের পালন ও পরিবারসহ উপভোগ করতে বাধা হয়, এমন হঠকারী সিদ্ধান্ত নগরবাসীর ওপর চাপিয়ে দিয়ে জনদুর্ভোগ তৈরির পথ পরিহার করুন।’

মক্কায় হাজিরা একস্থানে কোরবানি দিতে পারলে ঢাকায় সমস্যা কী? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে হেফাজতের এই নেতা বলেন, ‘মক্কার সঙ্গে ঢাকার তুলনা সামঞ্জস্যপূর্ণ নয়।’