কামরুল হাসান, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৫ : গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূর্চি অংশ হিসেবে ঠাকুরগাঁও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।
আজ রবিবার বেলা ১২টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে এক প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ওবাদুল্লাহ মাসুদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, মহিলা দলের আহবায়ক ফুরাতুন নেহার প্যারিস, যুবদলের আহবায়ক মহেবুল্লাহ চৌধুরী আবু নূর, সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।
বক্তারা, সরকারের লাগামহীন তেল, গ্যাস ও বিদ্যুৎতের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদসহ গ্রেফতার কৃত নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।