Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Kaukhali UPDF-PCP - 06-09-15 (2)জামাল উদ্দীন, রাঙ্গামাটি : রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ, ও সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত করারসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ।
আজ রবিবার ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় কাউখালী উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করে সংগঠনটির পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপির) এসব দাবি জানায়।
কচুখালী খেলোয়াড় সমিতির সামনে থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা সদরে ঢুকার চেষ্টা করলে কাউখালী থানার সামনে পুলিশ তাদের আটকে দেয়। এসময় পুলিশের সাথে পিসিপি নেতা-কর্মীদের বাকবিতন্ডা ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।
এসময় কিছুটা উত্তেজনা দেখা দেয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুলিশি বাঁধায় মিছিল সামনে এগোতে না পারলেও পরে তারা কাউখালী কেজি স্কুলের সামনে রাস্তা জুড়ে সমাবেশ করে।
ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি কংচাই মারমার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপির রাঙ্গামাটি জেলা সেক্রেটারী অনিল চাকমা, কাউখালী উপজেলা সমন্বয়ক রাহেল তঞ্চঙ্গা, যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রুপম মারমা, হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রসকিট চাকমা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারকে অবিলম্বে পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত জাতি সত্ত্বাদের মাতৃভাষার স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, যুগ যুগ ধরে তাদেরকে অবহেলিত রাখা হয়েছে। তাই মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষাসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবী জানিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
এসময় পিসিপি নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ কার্যক্রম স্থগিত  এছাড়াও পার্বত্য চট্টগ্রামে অব্যাহত অপারেশন উত্তরণ, ভূমি বেদখল, নিপীড়ন-নির্যাতন ধরপাকড় বন্ধ করা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরেয়ে দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।