Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট মহানগরীর বালুচর এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও ছাত্রলীগের সায়েফ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা প্রর্যন্ত এই সংঘর্ষ চলে।

গুলিবিদ্ধদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী মুহিন, আরাফাত, মঈনুল রয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, বালুচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র বেশ কিছুদিন ধরে নিপু গ্রুপ ও সায়েফ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত সাড়ে ১০টার দিকে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয়পক্ষ বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় ১০ জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন।