Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশের অভ্যন্তরে থাকা অধুনালুপ্ত ভারতীয় ১১১ টি ছিটমহলের ৯৮৭ জন অধিবাসী ভারতে যাওয়ার আবেদন করায় ভারত সরকার তাদের ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র একযোগে ৫ টি কেন্দ্রে ভারতীয় হাই কমিশনের পক্ষে প্রদান শুরু হচ্ছে আজ ৭ সেপ্টেম্বর।

৭ ও ৮ সেপ্টেম্বর অধুনালুপ্ত ছিটমহল অধিবাসীদের এসব পরিচয় পত্র বিতরণ করা হবে। ভারতে যাওয়ার জন্য আবেদনকারী অধুনালুপ্ত ছিটমহল অধিবাসীদের ৫টি স্থান থেকে পরিচয় পত্রগুলো বিতরণ করা হবে।

স্থানগুলো হলো – পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ডাক বাংলো, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, হাতিবান্ধা উপজেলার অধুনালুপ্ত গাড়াতি ছিটমহল, কুড়িগ্রামের অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাগণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন বলে জানাগেছে।

এ ব্যাপারে কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন জানান, কুড়িগ্রামের ১২ টি ছিটমহলের ৩০৫ জন অধুনালুপ্ত ছিটমহলবাসীকে ভারতীয় হাই কমিশনের ৪ সদস্যের প্রতিনিধিদল এই পরিচয়পত্র বিতরণ করবেন। ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাটে সকাল ৯ টায় এ কার্যক্রম শুরু হবে। এতে সহযোগিতা করবে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

জানাগেছে, গত ৬ থেকে ১৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ-ভারতের যৌথ গণনাকারী ও সুপারভাইজারদের উপস্থিতিতে প্রথম দিকে ১১১ টি ভারতীয ছিটমহলের মোট ৯৭৯ জন অধিবাসী ভারতে যাওয়ার আবেদন করে। পরবর্তিতে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৮৭ জন হয়।

সূত্র জানায়, অন্যান্য অধুনালুপ্ত ছিটমহল অধিবাসীদের ভারতে যাওয়ার আগ্রহ বৃদ্ধি পেলেও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থিত ১২ টি অধুনালুপ্ত চিটমহলের ভারতে যাওয়ার আবেদনকারী বেশ কয়েকজন অনাগ্রহ দেখায়। এর মধ্যে ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ২৮৪ জনের মধ্যে ৩ জন, ভুরুঙ্গামারী উপজেলার অভ্যন্তরে অবস্থিত অধুনালুপ্ত ১০ টি ছিটমহলের ৩৩ জনের মধ্যে ৯ জন অধিবাসী ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবেদন করে।