Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2বগুড়া শহরের ফুলতলা-শাকপালা এবং শহরতলীর রানীর হাট এলাকার ত্রাস আওয়ামী লীগ নেতা ইনছান আলীকে (৩৩) আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার ভোর রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল শাজাহানপুর উপজেলার রানীর হাট বাজারের একটি দোকানের ভেতর থেকে তাকে গ্রেফতার করে। ইনছান আলী শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাণীর হাট বাজারে জনৈক ফিরোজ শাহ এর খুঁটির কারখানার ভেতর থেকে ইনছানকে আটক করে। এরপর তার দেহ তল্লাশী করে ১টি ৭.৬২ বোরের বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে, তার বাড়িতে দেশি ও বিদেশি অস্ত্র আছে। তার স্বাকারোক্তি মোতাবেক রাত সাড়ে তিনটার দিকে তার বসত বাড়ির শোবার ঘর তল্লাশী করে শোবার ঘরের আলমারীতে রাখা ব্লেজারের পকেটে ১টি ৯এম, এম বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড শর্টগানের গুলি ১৩টি ২২ বোরের গুলি এবং খাটের নিচ হতে ১০টি ধারালো চাপাতি, ১০টি বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা ইনছানের বিরুদ্ধে শাজাহানপুর থানার রানীরহাট, শাকপালা, বনানী এলাকার বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানসহ বড় বড় ব্যবসায়ীদের জিম্মি করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করার অভিযোগ রয়েছে। ভয়ে কেউ পুলিশের কাছে জিডি কিংবা অভিযোগ করার সাহস পেত না। এই এলাকার ব্যবসা বাণিজ্য তার নিকট জিম্মি হয়ে পড়েছিল বলেও অভিযোগ এলাকাবাসীর। এছাড়াও জমির ভুয়া দলিল তৈরি করে জমি দখল করা ছিল তার অন্যতম পেশা। সর্বশেষ রানীরহাট এলাকায় অবস্থিত স্যামকো কোম্পানি থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। না দিলে স্যামকো কোম্পানির ম্যানেজারকে গুলি করে হত্যা করার হুমকি দেয় সে।
ইনছান আলী পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।