বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেদিন জেলে যাবেন, সেই দিনটি দেখার অপেক্ষায় আছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমাকে জীবিত জেলে পাঠাবেন আর লাশ হয়ে ফিরে আসবো। কিন্তু এখনও আমি বেঁচে আছি আর বিএনপি হয়ে পড়েছে কফিন বন্দি। খালেদা জিয়া যেদিন জেলে যাবেন সেদিনই সেই কফিনে শেষ পেরেকটি ঠুকবে।
চাইলে ক্ষমতায় থাকতে পারতাম বলে মন্তব্য করে এইচ এম এরশাদ বলেন, আমি মানুষ মারার রাজনীতি করি না বলে ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু গত পঁচিশ বছরে দেখা যাচ্ছে প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে। কত নারী ধর্ষিত হচ্ছে। নিপীড়িত নির্যাতিত হচ্ছে।
তিনি বলেন, বিএনপি-আওয়ামী লীগে নাভিশ্বাস উঠেছে। মানুষ এখন এই দুই দলের কাছ থেকে মুক্তি চায়। জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টির নবজাগরণ সূচিত হয়েছে।
মাহজাবীন মোরশেদ এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু এমপি, পানি সম্পদ মন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রমুখ