Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫ : টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ‘জয় বাংলা’ বলে কয়েকজন যুবক এই হামলা চালায়। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের নীরবে দাঁড়িযে থাকতে দেখা গেছে।

ধানমন্ডির ২৭ নম্বর থেকে প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে আটটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হঠাৎ করে হামলা ২০ থেকে ২৫ জন যুবক অর্তকিত হামলা চালায়।

এসময় হামলাকারীরা ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা শতাধিক পুলিশ নীরব ভূমিকা পালন করে। একপর্যায়ে শিক্ষার্থীদের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা আবার আবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে।