Thu. Oct 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
50শিক্ষা খাতে ভ্যাট আরোপ করায় এটাই প্রমাণিত হয় যে, বর্তমান সরকার শিক্ষার অগ্রগতি চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ শুক্রবার এক সংবাদ বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ সব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আরোপিত এই ভ্যাটের ফলে বেসরকারি শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে। কারণ, ভ্যাট শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়ার কথা বলা হলেও পরোক্ষভাবে তা ছাত্রছাত্রীদের ওপরই বর্তাবে।’

তিনি বলেন, ‘সরকারের যদি এতই অর্থ সঙ্কট হয়ে থাকে তাহলে ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে সেই টাকা উদ্ধার করা হোক। যারা বিদেশে অর্থপাচার করেছে সেই অর্থ দেশে ফেরত এনে সরকারি কোষাগারে জমা করা হোক। কিন্তু কোনোভাবেই ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার ওপর ভ্যাট আরোপ করবেন না।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের সমালোচনা করে অবিলম্বে সরকারের প্রতি এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান এরশাদ।

তিনি বলেন, ‘শিক্ষা কোনো পণ্য নয় যে, এটার ওপর ভ্যাট আরোপ করা হবে। শিক্ষা আমাদের নাগরিক অধিকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মাধ্যম এবং জাতির মেরুদণ্ড শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থার ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্তের চেয়ে জনস্বার্থ পরিপন্থী আর কোনো কাজ থাকতে পারে না।’