নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রথম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং দেশের শীর্ষস্থানীয় হেলথকেয়ার প্রতিষ্ঠান ল্যাবএইড লিমিটেড, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল ও লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার রূপায়ণ সিটি উত্তরার স্কাইভিলা লাউঞ্জ ১-এ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির মাধ্যমে ল্যাবএইড গ্রুপ রূপায়ণ সিটির ক্লায়েন্ট ও রেসিডেন্টদের জন্য দেবে বিশেষ হেলথ বেনিফিট ও এক্সক্লুসিভ সার্ভিস, যার মধ্যে রয়েছে ডিসকাউন্টেড টেস্ট ও ট্রিটমেন্ট প্যাকেজ, এবং প্রায়োরিটি সার্ভিস সুবিধা। অন্যদিকে ল্যাবএইডের ক্লায়েন্টরা রূপায়ণ সিটি থেকে পাবেন বিশেষ অফার, যা তাদের আধুনিক ও উন্নত জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করবে।
রূপায়ণ সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. মাহবুবুর রহমান এবং ল্যাবএইড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) শাকিফ শামীম। এ ছাড়া ল্যাবএইড ক্যানসার হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাকিফ শামীম এবং লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শরীফ আল আবিদ। এ সময় রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তীসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরা ও ল্যাবএইড গ্রুপ তাদের গ্রাহক, রেসিডেন্ট ও কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক জীবনযাপনের এক নতুন অধ্যায় সূচনা করল বলে জানান কর্মকর্তারা।