খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
সাভারের আমিনবাজার ব্রিজ এলাকা থেকে প্লাস্টিকের বস্তাভর্তি বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও সিনথেটিক ফেব্রিকস উদ্ধার করেছে কোস্টগার্ড ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের স্টেশন কোস্টগার্ড ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি দল যৌথ অভিযান চালিয়ে এ পণ্যগুলো উদ্ধার করে। পাগলা স্টেশনের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার ব্রিজসংলগ্ন এলাকায় কোস্টগার্ড ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি দল যৌথ অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে প্লাস্টিকের বস্তাগুলো তল্লাশি করে অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও সিনথেটিক ফেব্রিকস উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী কমিশনার ইমাম গাজ্জালী বলেন, ‘আমরা বুড়িগঙ্গা নদী যেটা, ওই আমিনবাজার ব্রিজসংলগ্ন, ওইখানে যেয়ে আমরা পরিত্যক্ত অবস্থায় কিছু কাপড় খুঁজে পাই। ওইখানে আপনার চার হাজার ৬৫১টা শাড়ি ছিল। ৩৩২টা থ্রিপিস ছিল। আর দুই হাজার ৪০০ কেজির মতো সিনথেটিকস ফেব্রিকস ছিল। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য দাঁড়ায় তিন কোটি ২৭ লাখ ৭৯ হাজার টাকা।’ ইমাম গাজ্জালী বলেন, ‘এগুলো অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস এবং সিনথেটিক ফেব্রিকস।