খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের বোনাস (উৎসব ভাতা) আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঈদের ছুটির আগে সেপ্টেম্বর মাসের ১৫ দিনের বেতন দিতে মালিকদের অনুরোধ জানিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু মঙ্গলবার সচিবালয়ে ঈদ পূর্ববর্তী শ্রমিকদের বেতন-ভাতা ও বিভিন্ন সমস্যা নিরসনে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। আগামী ২৫ দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশেনের (বিটিএমএ) নেতৃবৃন্দ, পোশাক শ্রমিক নেতা ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।