খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
সরকার ৫ বছরে যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়ন হলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে বাধা থাকবে না। আমাদের ভিশন চুড়ান্ত। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হওয়া। আর ২০৪১ সালে উন্নত দেশে পরিনত হওয়া। মঙ্গলবার বিকালে রাজধানীর তেজগাঁও রানার ভবনে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউ এস এ্যাম্বাসী কারেন্ট অ্যাফেয়ার্স ডেবিট মালে, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ এবং ইউ এস এ্যাম্বাসী কনসূল জেনারেল এলিজাবেদ গৌরলী। ডেভিড মালে বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো। আমেরিকা ইতোপূর্বে যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে ভবিষ্যতেও তা অব্যহত থাকবে। এছাড়া অফসর এলাকায় বিনিয়োগ করার এখনই উত্তম সময় বলে মন্তব্য করেন তিনি। ইউ এস এ্যাম্বাসী কনসল জেনারেল এলিজাবেদ গৌরলে বলেন, আমেরিকায় ব্যবসায়ীদের যেতে ভিসা জটিলতা সহজ করার লক্ষ্যে কাজ চলছে। এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ বলেন, বাংলাদেশী উদ্যোক্তারা যাতে বিদেশে বিনিয়োগ করতে পারে সেবিষয়ে উদ্যোগ নিতে আইবিএফবি নেতাদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম ৫০ থেকে ৬০ শতাংশ কমলেও বাংলাদেশে না কমানোর জন্য সরকারের সমালোচনা করে জ্বালানী তেলের দাম কমানোর জন্য সরকারের কাছে লবি করার জন্য আইবিএফবি’র প্রতি আহ্বান জানান তিনি। মাতলুব আহমাদ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করবেন উল্লেখ করে এবিষয়ে আইবিএফবি’র সকল সহযোগিতা কামনা করেন।এছাড়াও তিনি ট্রেড লাইসেন্স ফি কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। হাফিজুর রহমান খান বলেন, বিদেশে বাংলাদেশী উদ্যোক্তাদের বিনিয়োগ করার সুযোগ দেওয়ার দাবি করেন। এবিষয়ে আইবিএফবি সরকারকে সকল ধরনের সহযোগিতা করবে বলে ঘোষণা দেন তিনি। তিনি বলেন আইবিএফবি একটি গবেষণাধর্মী অরাজনৈতিক সংগঠন। ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে এখানে গবেষণা ও পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিএফবি’র পরিচালনা পর্ষদের পরিচালক সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ওমর সাফায়াত কাওসার, সহ-সভাপতি (অর্থ) হুমায়ুন রশিদ, পরিচালক লুৎফুননেছা সাউদিয়া খান, পরিচালক মোহাম্মাদ আলী ডীন, পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান, পরিচালক মোহাম্মাদ এরশাদ হুসাইন রানা, পরিচালক এম.এস সিদ্দিকী, পরিচালক প্রীতি চক্রবর্তী প্রমুখ।