খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
‘আন্তর্জাতিক সাহিত্য উৎসব’ যোগ দিতে নভেম্বরে ঢাকায় আসছেন দুই নোবেল বিজয়ী সাহিত্যিক ত্রিনিদাদ বংশোদ্ভূত, ‘হাউজ ফর মি. বিশ্বাস’ গ্রন্থের লেখক ভি এস ন্যায়পাল ও আমিরিকার ক্যান্সার গবেষক ‘দ্য আর্ট অ্যান্ড পলিটিক্স’ গ্রন্থের লেখক হ্যারল্ড ভারমাস। নভেম্বরের ১৯ থেকে ২১ তারিখ বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। এর আয়োজক ‘ঢাকা লিট ফেস্ট’ নামের একটি সংগঠন।
তিন দিনব্যাপী এ সাহিত্য উৎসবে আরও অংশ নেবেন বলিউড অভিনেতা অনুপম খের, ইন্ডিয়ান বেস্ট সেলার সোভা দে, কিউবার সেরা কল্প বিজ্ঞানী লেখক ইয়োস, কেনিয়ার শিশু গল্পক মুথনি গারল্যান্ড, পাকিস্তানের মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীরসহ অন্যান্য বিখ্যাত আন্তর্জাতিক ব্যক্তিত্ব।
বুধবার ঢাকায় এ উপলক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানান অনুষ্ঠানের সমন্বয়কারি সাদাফ সাজ। এতে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বাকি দুই পরিচালক আহসান আকবর ও কে আনিস আহমেদ।
সাদাফ সাজ বলেন, ‘ঢাকা লিট ফেস্ট ২০১১ সালে শুরুর পর থেকে সাহসের সাথে এগিয়ে চলছে। আমরা তখন অনুভব করেছিলাম ঢাকাকে বিশ্বের বুকে পরিচিত করার এটাই উপযুক্ত সময়’।
আহসান বলেন, ‘কৈশর থেকেই ডিএলএফ এর মতো কিছু একটা করার স্বপ্ন ছিল। বড় বড় লেখক এবং চিন্তবিদদের সাথে সাক্ষাতের পর থেকে আমি এতে উৎসাহিত হয়েছি।’
এদিকে ‘আন্তর্জাতিক সাহিত্য উৎসব উপলক্ষে অনুষ্ঠানের তিন পরিচালক সাদাফ সাজ আহসান আকবর ও কে আনিস আহমেদ ইতিমোধ্যে তাদের স্বলিখিত গ্রš’ প্রকাশ করেছেন এবং তারা এ অনুষ্ঠান আয়োজন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ‘ঢাকা লিট ফেস্ট’ চার বছর পূর্বে ২০১১ সালে ‘হেই ফেস্টিভেল ঢাকা’ নামে যাত্রা শুরু করে। গত বছর সংগঠনটির আয়োজনে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে বিশ্বের ১৩টি দেশ থেকে ২৫০ ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। এ অনুষ্ঠানে দর্শনার্থী ছিল প্রায় বিশ হাজারেরও বেশি।