Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
31ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে ৮ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজধানী সান্তিয়াগো থেকে ১৪৪ মাইল উত্তর-পশ্চিমে ভূপৃষ্টের ১১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে চিলি বিশ্ববিদ্যালয়লের ভূকম্পনবিদরা জানিয়েছেন।
ভূমিকম্পে রাজধানী সান্তিয়াগোর ভবনগুলো কেঁপে উঠে। সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথম দফা ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় দফা ভূমিকম্প হয়। ভালপারাইসো বন্দরে সুনামির সতর্ক ঘণ্টা বাজতে থাকে।
এদিকে, রাজধানী থেকে ২৮০ কিলোমিটার উত্তরে দ্বীপ শহর ইল্লাপেলে ভূমিকম্পে বেশ কয়েকটি পাকা বাড়ি ভেঙে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সেখানে এক নারীর মৃত্যু হয়েছে বলে মেয়র ডেনিস কোর্টিস স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।
অন্যদিকে, ভূমিকম্পে ৮৬ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কোথায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
চিলি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। ২০১০ সালে দেশটিতে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে পাঁচশ’ জনের মৃত্যু হয়েছিল।