Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
17যশোর সদর উপজেলার রাজারহাটে অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। আজ শুক্রবার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
প্রহরীদের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ জানান, রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা পাঁচ/ছয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় গিয়ে দায়িত্বরত দুজন নৈশপ্রহরীকে বেঁধে মারধর করে। পরে তারা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে ঢুকে ২১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এসআই মাহমুদ জানান, নৈশপ্রহরী বিশ্বজিত ও শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের মধ্যে বিশ্বজিতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যাংকের মধ্যে একটি দোনলা বন্দুক থাকলেও দুর্বৃত্তরা সেটি নেয়নি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেছেন, অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় দস্যুতার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।