Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

001

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫ : আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে (ডিইউজে) বার্ষিক সাধারণ সভা এ নতুন কমিটি করা হয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, সহ-সভাপতি আলিমুজ্জামান হারুন ও বদিউজ্জামান, যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ ফেরদৌস, কোষাধ্যক্ষ গালীব হাসান, সাংগঠনিক সম্পাদক শওকত রেজা, প্রচার সম্পাদক সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাসেত মিয়া, জনকল্যান সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক শাজাহান সাজু।

নির্বাহী পরিষদ সদস্যরা হলনে কাইয়ুম খান মিলন, আবদুর রহিম, আজমল লুৎফা খানম, আতিকুর রহমান, সিকদার আলমগীর, গোলাম কিবরিয়া, সালাউদ্দিন রাজ্জাক সাগর, আনোয়ার।

ঢাকা সাংবাদকি ইউনয়িনরে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডিইউজের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মেসবাহ উদ্দিন।

বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক সভাপতি আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, গোলাম মহিউদ্দিন খাঁন, কাইয়ুম খান মিলন প্রমুখ।IMG_9664

উদ্বোধনী অধিবেশন শেষে কার্য অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোকাররম হোসেন। সাধারণ সদস্যদের বক্তব্য গ্রহণ করেন। এরপর তিনি ডিইউজের সিনিয়র সদস্য গোলাম মহিউদ্দিন খানকে প্রধান করে এবং গাফফার মাহমুদ ও বসির হোসেন মিয়াকে সদস্য করে তিন সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করে দেন।

নির্বাচন কমিটি উপস্থতি সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের ২০১৫-১৬ বছরের নির্বাহী কমিটির নাম প্রস্তাব করতে বললে ইউনয়িনরে সাবেক সহ-সভাপতি ও বিএফইউজের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী নিম্ন লিখিত কমিটির নাম প্রস্তাব করেন এবং সঙ্গে সঙ্গে উপস্থিত সদস্যরা সর্বম্মতিক্রমে এই কমিটিকে সর্মথন করেন। সভায় ১৯৯৩ সালে বিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধ করার অঙ্গিকার ব্যক্ত করা হয়।