খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
পাকিস্তানের পেশোয়ার বিমান বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে তেহরিক ই তালেবান নামে জঙ্গি সংগঠন। এসময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ৮ জঙ্গি নিহত হয়েছেন। শুক্রবার সকালে পেশোয়ারের ইনকিলাব রোডের বাদাবার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আইএসপআরএর মেজর জেনারেল অসিম বাজাও এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। তিনি বলেন, হামলায় জঙ্গিদের সাথে গুলি বিনিময়ের সময় ১০ জন সৈন্য আহত হয়েছেন। ২২ জন সাধারন মনুষও এসময় আহত হন। তাদের উদ্ধার করে পেশোয়ার মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অসিম জানান, ৭ থেকে ১০ জন সংঘবদ্ধ জঙ্গি এ হামলা চালায়। এদিকে হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক ই তালেবান। তালেবানের মুখপাত্র মোহম্মদ খুরসানি সাংবাদিকদের কাছে এ বিষয়ে একটি মেইল পাঠিয়েছেন।