Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
46বিশেষ তৎপরতার কারণে এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। যদিও প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এসেই কলা ভবনের মূল ফটকে দাঁড়িয়ে কেন্দ্রের খোঁজ খবর নেন। এরপর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলে সেখান থেকে তিনি চলে যান। মেডিকেল ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অসুবিধা হবে বলে কেন্দ্রে এসেও হল পরিদর্শন করেননি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘পরীক্ষার্থীদের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কেউ গেলে তাদের মনযোগ নষ্ট হতে পারে।’ মন্ত্রী বলেন, অত্যন্ত সুষ্ঠু ও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোচিং সেন্টারগুলো আগে থেকে বন্ধ করে দেয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে এবার প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের জন্য আগাম শুভকামনা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা আমার ছেলে-মেয়ের মতো। আমি চাই তারা ভালোভাবে পরীক্ষা দিক। এবং নিজেদের আগামীর চিকিৎসক হওয়ার যোগ্য হিসেবে গড়ে তোলার যোগ্যতা অর্জন করুক।