কামরুল হাসান, ঠাকুরগাঁও ॥ খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁও পুলিশের এমন কর্মকান্ড অপ্রত্যাশিত বলে মন্তব্য করলেন পীরগঞ্জ ও রানীশংকৈল থানার সীমন্তিবর্তী গোগর এলাকার লোকজন।
ঘটনার সূত্রে জানা যায়, রেজিষ্ট্রেশনবিহিন মোটরসাইকেল আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশের ২ উপ-পরিদর্শক সহ ৬ জনকে প্রায় ৪ ঘন্টা আটক রেখে উত্তম মাধ্যম দিয়েছে জনতা। পরে রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ এবং রানীশংকৈল থানার পুলিশ তাদের জনতার কবল থেকে উদ্ধার করে। কিন্তু পুলিশ এই ঘটনার কথা অস্বীকার করেছে।
এলাকাবাসীর কাছে এই বিষয়ে জানতে চাইলে বলেন, পীরগঞ্জ থানার এসআই নুর আলম এবং এসআই মামুনসহ পুলিশের ৬ সদস্য গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে পীরগঞ্জ ও রানীশংকৈল থানার সীমন্তিবর্তী গোগর এলাকায় রেজিষ্ট্রেশন বিহিন মোটর সাইকেল আটক করে এবং কয়েকজন দালালের মাধ্যমে টাকা নিয়ে কিছু গাড়ি ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাদের গন উত্তম মাধ্যম দিয়ে গোগর স্কুল মাঠে আটক করে রাখে।
পরে পীরগঞ্জ থানার সেকেন্ড অফিসার সফিকুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করে। জনতা এতে ক্ষিপ্ত হয়ে টাকা ফেরত সহ প্রকাশ্যে পুলিশকে ক্ষমা প্রার্থনার দাবী জানায়। সেকেন্ড অফিসার এতে সম্মত না হলে জনতা তাদের ছেড়ে না দিয়ে বিচার দাবী করে ও বিক্ষোভ করতে থাকে। সেকেন্ড অফিসার ব্যর্থ হয়ে থানায় ফোন করলে পীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন সহ পাশ্ববর্তী রানীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে যায়।
পরে সেখানে ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও আবুল কালাম আজাদ সহ স্থানীয় গন্যমান্য লোকের উপস্থিতিতে স্কুল মাঠে এক সালিশ বৈঠক বসে। বৈঠকে পুলিশ ক্ষমা প্রার্থনা করলে রাত সাড়ে ৮ টার দিকে আটককৃতদের ছেড়ে দেয় জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন বলেন, পীরগঞ্জ থানা পুলিশের ৬ সদস্যের একটি টিম উপজেলার বেলদহিতে একটি আপারেশনের জন্য যাওয়ার পথে রানীশংকৈলের গোগার এলাকায় রেজিষ্ট্রেশন বিহিন মোটর সাইকেল আটক করে। এতে জনতার সাথে তাদের বিরোধ হয়। আমাদের যানা মতে উত্তম মাধ্যম দেওয়া হয়নি। তবে পুলিশ সদস্যদের আটক রাখা হয় বলে তিনি স্বীকার করেন।
এই বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ বলেন,অভিযোগ প্রমানিত হলে ঐ পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।