খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫ :
সমকামি বিয়ের স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল জজের আদেশ না মানায় নারী বিচারক কিম ডেভিসকে কারাভোগ করতে হয়েছে। সমকামিতার আদেশে স্বীকৃতি দিতে নারাজ থাকায় এই নারী বিচারককে ৫দিন কারাগারে থাকতে হয়েছে।
সমকামি বিয়ের স্বীকৃতি দিতে নিজের নাম প্রত্যাহার করেন ডেভিস।
এপোস্টিলোক খ্রিষ্টান কিম ডেভিস বিশ্বাস করেন সমকামি বিয়ে পাপ ও ঈশ্বর বিরোধী। এ বিয়ের সম্মতি দিলে ঈশ্বরের আদেশকে অমান্য করা হবে।
ডেভিস যখন কারাগারে ছিলেন তখন সহকারি জজ ব্রায়ান মেশন সমকামি বিয়ের স্বীকৃতিতে স্বাক্ষর দিয়েছেন। মার্কিন ডিস্ট্রিক্ট জজ ডেভিট বান্টিং কিম ডেভিসকে কারাগার থেকে মুক্ত করে আনেন। একই সঙ্গে বিচারক মেশন বা অন্য বিচারকদের সমকামি বিয়ের আদেশে যাতে কোন বাধা বা হস্তক্ষেপ না হয় সেই শর্তে কারাগার থেকে তাকে মুক্ত করা হয়েছে।
সমকামিদের বিয়ের স্বীকৃতিতে যদি বাধা বা হস্তক্ষেপ করা হয় তাহলে তাকে ফের কারাগারে যেতে হবে। কিন্তু যেই লাউ সেই কদু। কারাগার থেকে সোমবার কাজে যোগদান করেছেন কিম। কয়েকটি সমকামি বিয়ের সার্টিফিকিটে স্বাক্ষর করেননি এ নারী বিচারক। এই সমকামি বিয়ের স্বীকৃতিতে কিম ডেভিসের নাম থাকায় স্বাক্ষর না করলে বিয়ের স্বীকৃতি বৈধ হবে না । এই নিয়ে যুক্তরাষ্ট্রে সংকট দেখা দিয়েছে।