খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল কলেজে সমন্বিত ভর্তির পরীক্ষার ফল হাতে পেতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
রোববার সকাল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো শুরু হয়েছে। ভর্তি ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের যে মোবাইল নম্বর নেয়া হয়েছিল, সেখানেই এসএমএস পাঠানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
তবে বিস্তারিত ফলাফল জানা যাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিকের সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনের পর অধিদপ্তরের ওয়েবসাইটেও www.dghs.gov.bd ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছর রেকর্ড সংখ্যক ৮৪ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন। গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২৩টি কেন্দ্রে এই সমন্বিত ভর্তি পরীক্ষা চলে।
রাজধানী ঢাকায় তিনটি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজসহ মোট চারটি ও ঢাকার বাইরের ১৯টি কলেজের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা হয়।