Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
48র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক ও গুরুত্বপূর্ণ হাটগুলোতে র‌্যাবের টহল টিম থাকবে। রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারো র‌্যাব কয়েকস্তরে বিশেষ নিরাপত্তা দেবে। এ ছাড়া গরু বেচাকেনার জন্য ব্যাংক ও হাটে সবচেয়ে বেশি লেনদেন হয়। এ জন্য এই স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, দেশবাসী যাতে নির্ভয়ে বিভিন্ন গরুর হাটে কোরবানির পশু কেনা-বেচা করতে পারে সেজন্য র‌্যাব সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ইউনিফর্মে নিরাপত্তা প্রদানের মাধ্যমে চাঁদাবাজ, ছিনতাইকারী এবং টিকিট কালোবাজারীদের গ্রেপ্তারের ব্যাপারেও ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ হাটগুলোতে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, কোরবানি করা পশুর কাঁচা চামড়া পাচার রোধে বহির্গমন মহাসড়কগুলোতে চেকপোস্ট স্থাপন এবং নদী পথে নৌ টহলের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন ও পরবর্তী এক সপ্তাহ ঢাকাসহ বিভিন্ন ওয়ার্ডভিত্তিক জোর করে যারা চামড়া কিনবেন তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।