খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা ও দেশবিরোধী অপপ্রচারের অভিযোগে ঢাকা সিএমএম আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। বাংলাদেশ দন্ডবিধির ১২৩ (ক) ধারায় রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে ওই প্রতিবেদন দাখিল করে পুলিশ। প্রতিবেদন পাওয়ার পর আগামী ৭ নভেম্বর বাদির উপস্থিতিতে ওই প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন ঠিক করা হয়। তারেক রহমান উক্ত ধারায় আদালত কর্তৃক অভিযুক্ত হলে তিনি ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ডে দন্ডিত হতে পারেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ অক্টোকব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, তারেক রহমানের রাষ্ট্রদ্রোহের অপরাধ সম্পর্কে বলা হয়, “সম্প্রতি তারেক রহমান কর্তৃক লিখিত একটি বই এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি হিসেবে উল্লেখ করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।” এছাড়া তিনি গত ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলে একটি অনুষ্ঠানে বলেছেন, “শেখ মুজিব বঙ্গবন্ধু নয়, তিনি ছিলেন পাক বন্ধু। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের নাগরিক। এছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন না বরং তিনি ছিলেন হত্যাকারী।” বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সর্বজনস্বীকৃত থাকার পরও তারেক রহমানের ওই সকল বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমের বিরুদ্ধে চক্রান্ত বলে বাদী উল্লেখ করেন। যা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বলেও বাদী উল্লেখ করেন।