Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
67আরো শরণার্থী নেয়ার ঘোষনা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক ঘোষণা বলেছেন, আগামী দু বছরে তার দেশ আরো ১৫ হাজার করে মোট ৩০ হাজার শরণার্থীকে ঠাঁই দেবে। রোববার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওয়াল্টার স্টেইনমেইয়ারের সঙ্গে বৈঠক শেষে দেয়া এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জন কেরি। তিনি বলেছেন, ২০১৬ সালে যুক্তরাষ্ট্র গোটা বিশ্ব থেকে ১৫ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে। ফলে দেশটিতে অঅশ্রয়প্রাপ্তদের সংখ্যা ৭০ হাজার থেকে বেড়ে ৮৫ হাজারে গিয়ে দাঁড়াবে। এর পরের বছর অর্থা ২০১৭ সালেও তারা সম পরিমাণ শরণার্থী নেবে। ফলে ২০১৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রাপ্ত শরণার্থীদের সংখ্যা সবমিলিয়ে এক লাখে উন্নীত হবে। সিরিয়া যুদ্ধের কারণে ইউরোপমুখী শরণার্থীদের ঢল বেড়ে যাওয়ায় নতুন করে শরণার্থী নেয়ার এই ঘোষণা দিলো মার্কিন সরকার। অতিরিক্ত এই শরণার্থীদের অধিকাংশই সিরীয় হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে যুদ্ধ বিধ্বস্ত আফ্রিকার দেশগুলো থেকে অল্প কিছু শরণার্থীকে আশ্রয় দিতে সম্মত হয়েছে ওবামা প্রশাসন। ২০১৬ সাল নাগাদ ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষনা দিয়েছিল হোয়াইট হাউস। তবে রোববারের ঘোষনায় জন কেরি সিরিয়া থেকে কতজনকে আশ্রয় দিচ্ছেন তার কোনো নির্দিষ্ট সংখ্যা ঘোষণা করেননি। রোববারের সংবাদ সম্মেলনে কেরি আরো বলেছেন,‘ মার্কিন কংগ্রেসের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং আমাদের দেশের জোরালো নিরাপত্তা বজায় রাখার বিষয়টি মাথায় রেখে শরণার্থীদের সংখ্যা বাড়ানোর উপায় চলতে থাকবে।’ পাশাপাশি সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় এ নিয়ে সাইডলাইন বৈঠকে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন কেরি।