Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
84স্বর্গে যেতে আপনার ঈশ্বরের ওপর বিশ্বাস থাকতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় নেই বলে নিশ্চিত করেছেন পোপ ফ্রান্সিস। বরং বিবেকের তাড়নায় তাড়িত হয়ে আপনি সঠিক জীবনযাপন করলে স্রষ্টা আপনাকে ক্ষমা করেও দিতে পারেন। লা রিপাবলিকা পত্রিকায় এক খোলা চিঠিতে পোপ এমন মন্তব্য করেন। পোপ বলেন ঈশ্বরের ক্ষমার কোনো সীমা নেই। আপনি যদি তার ওপর বিশ্বাস নাও রাখেন তবুও তিনি আপনার কৃতকর্ম বিবেচনার ওপর থাকলে এবং তা আন্তরিক ও অনুতপ্ত হৃদয়ের সীমাবদ্ধ থাকলে ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন। পোপ বলেন, পাপ হচ্ছে সেই কর্ম যা বিশ্বাস ও অবিশ্বাসের চেয়ে তার বিবেকের ওপর বেশি নির্ভরশীল। যদি আপনি বিবেককে অমান্য করেন তখন আপনি পাপ করেন। গত জুলাইতে পোপ মন্তব্য করেছিলেন, কেউ যদি সমকামি হয়ে থাকে এবং এর পরও ঈশ্বরকে খুঁজে পেতে চায় তাহলে কেন আমি তার বাঁধার কারণ হয়ে দাঁড়াব। সকলের সঙ্গে সংলাপ এবং এর মাধ্যমে সব ধরনের বাঁধা অতিক্রম করাই বরং ক্ষমতা ও ইচ্ছার প্রতিফলন।