Sat. Apr 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
JSK২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে ভর্তি পরিক্ষা বাতিল করার আহবান জানিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল, যুগ্ম সমন্বয়কারী স্বরজিৎ কুমার দ্বিপ ও গোলাম মোস্তাকিন ভুইয়া আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ভর্তি পরিক্ষার প্রশ্নপত্র ফাস হওয়ায় পুনরায় মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নেওয়া উচিত।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অতীতের প্রতিটি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার ধারাবাহিকতা। শিক্ষামন্ত্রী বারংবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অতীতে অস্বীকার করবার চেষ্টা করেছেন। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ডাক্তার, শিক্ষক, ইউজিসির সহকারী পরিচালক প্রমাণ করে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে প্রশাসনের অভ্যন্তরের গোষ্ঠী জড়িত।
জাতীয় ছাত্র কেন্দ্রের নেতৃবৃন্দ অবিলম্বে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার মাধ্যমে প্রকৃত যোগ্য, মেধাবী শিক্ষার্থীদের আগামীতে মেডিকেল কলেজে ভর্তির পথ উম্মুক্ত করা এবং একই সাথে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত গোষ্ঠীদেও দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচী পালনকালে আটক মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করে করেছেন, প্রশ্নফাঁস প্রতিরোধে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর চড়াও হচ্ছে।