খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মনে করে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হবে । এছাড়া মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ২ শতাংশ হবে।
মঙ্গলবার এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ ২০১৫ আপডেট শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার মনে করছে চলতি অর্থবছরে জিডিপি’র হার হবে ৭ শতাংশ।