খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আট দিনের সরকারি সফরে বুধবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট বুধবার সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি নিউইয়র্ক যাত্রায় লন্ডনের হিথ্রো বিমান বন্দর পর্যন্ত যাবে। সেখানে ৩ ঘণ্টা যাত্রা বিরতি শেষে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ১০টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের হোটেল ওয়ার্ল্ডফ অস্টোরিয়ায় অবস্থান করবেন। সফরে প্রধানমন্ত্রীর হাতে জাতিসংঘের পরিবেশ সম্পর্কিত সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের টেকসই উন্নয়নে আইসিটি পুরস্কার তুলে দেয়া হবে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা শীর্ষক উচ্চ পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী ২৮ সেপ্টেম্বর অন্যান্য রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে ৭০তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দেবেন। একই দিন তিনি অধিবেশনে অংশগ্রহণকারী রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণে বিশ্ব শান্তি ও নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, অভিবাসী শ্রমিকদের অধিকার, জলবায়ু পরিবর্তন এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের বিষয়গুলোর উল্লেখ থাকবে বলে আশা করা হচ্ছে।