Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
85ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর শহরে আধিপত্য বিস্তার নিয়ে আজ মঙ্গলবার দুপুরে শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দুই পক্ষেই উত্তেজনা বিরাজ করছে। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন মনির ও আমজাদ পক্ষের কমিটি গঠন ও টোল আদায় নিয়ে এ ঘটনার সূত্রপাত। উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় আজ দুপুর ১২টায় হঠাৎ উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে মনির, তাঁর পক্ষের আছেক বিল্লাহ শামীম, আনোয়ার ও আমজাদ, তাঁর পক্ষের রিজন, জুনায়েদ ও আবু হানিফা মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যেখানে অর্থ সেখানে সব অনর্থ, গোণ্ডগোল-গোলযোগ। এই আর কী।