কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্তদের ‘সিএইচসিপি’ চাকুরী জাতীয়করণ ও ট্রাষ্ট আইন (২২-ঘ) বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে সিএইচসিপি জেলা এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিউল আলম কায়সার, সিএইচসিপি হুমায়ুন কবির, রানী আক্তার প্রমূখ।
বক্তারা অবিলম্বে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ প্রাপ্ত ‘সিএইচসিপি’ দের চাকরি জাতীয়করনের দাবি জানান। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও সিভিল সার্জন মাধ্যমে স্বারকলীপি প্রদান করা হয়।