Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
59কাশ্মীর ইস্যুকে পাক-ভারত দ্বন্দ্বের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কাশ্মীরসহ সব ইস্যুতে নয়াদিল্লিকে আলোচনারও আহ্বান জানান পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের জিও টিভিকে নওয়াজ জানিয়েছেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে অন্য বিষয় নিয়েও দ্বিপাক্ষিক আলোচনা হওয়া উচিত। নওয়াজ বলেন, ‘দ্রুত এই সমস্যার সমাধান দুই দেশের জন্যই ভাল।’ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান তার ভূমিকা পালন করে যাবে বলেও জানান নওয়াজ। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে কাশ্মীর নিয়ে দেশ দুটির বিরোধ চলছে। কাশ্মীরের জনগণের একটি বড় অংশ স্বাধীনতা চাইলেও ভারত ও পাকিস্তান কাশ্মীর দখল করে রেখেছে। উভয় দেশই সমগ্র কাশ্মীর নিজেদের দেশে অন্তর্ভুক্ত করতে চায়। এই ইস্যুতে দেশ দুটির মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।