কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
ঠাকুরগাঁওয়ের হরিপুর মহিলা কলেজের দ্বি-তলা বিশিষ্ট নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ভবন উদ্বোধন শেষে আঃ সামাদের সভাপতিত্বে কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ঐ কলেজে অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন ও শিক্ষা প্রকৌশলী শ্রী জগদীশ বাবু প্রমূখ।
১ কোটি ৩৪লাখ টাকা ব্যয়ে দ্বিতলা ভবনটি নির্মাণ করা হয়।