Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
DSCF4329ঈদের মাত্র আর মাত্র কয়েক দিন বাকী কিন্তুক এর মধ্যে ও জমে উঠে নাই ঠাকুরগাঁওয়ের শপিং মল গুলো। এ মুহূর্তে উপচে পড়া ভিড় থাকার কথা শপিং মল গুলোতে কিন্তুক বাস্তবের চিত্র একটু অন্যরকম। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের শপিং মল গুলো একেবারে ফাঁকা।

গত রোজার ঈদে শপিংমল গুলোতে মানুষের যে উপছে ভীর লক্ষ করা গিয়েছিল এবারের ঈদে তা নেই বললে চলে। বিক্রেতারা অলস সময় পার করছেন। দোকানে পর্যাপ্ত পন্য নিয়ে বসে আছে দোকানী কিন্তুক ক্রেতার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে মার্কেট গুলোতে। ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে বিভিন্ন রকম পোশাক কসমেটিস কালেকশন করেছে দোকানী। কিন্তুক ঈদ কাছা কাছি চলে এলেও বেচা-কেনা তেমন উঠছে না। আজ সরেজমিন কয়েকটি শপিং মল ঘুরে কেনা কাটার এ চিত্র পাওয়া যায় শহরের হাওলাদার সুপার মার্কেট,মাসুদ হাইট,শাহজালাল শপিংমল, মৌচাক মার্কেট, বাস ষ্ট্যান্ড মসজিদ মার্কেট বিপনী বিতান গুলো বেশির ভাগ দোকানে ক্রেতা শুন্য।

ঈদ কে সামনে রেখে যে ধরনের ভিড় থাকার কথা মার্কেট গুলোতে তার ধারে কাছেও নেই। বেশি ভাগ দোকান মালিক বেচাকেনার এ অবস্থা দেখে রীতি মতো ভীত। দোকানীদের ভাষ্যমতে অন্যান্য বছর এই ঈদের ১৫দিন আগে থেকেই বেচাকেনা শুরু হয়ে যায় কিন্তু এ বছর এখনও ঈদের বেচাকেনা শুরু হয়নি। ব্যাপক লোকসান গুনতে হবে এ বিষয়টি নিয়ে তারা চিন্তিত আছেন।

ঘোমটা ফ্যাশনের মালিক জানান,আশানুরুপবেচাকেনা এখন ও শুরু হয়নি। তবে আর হবে কিনা সংশয় আছে। শাড়ী হাউসের মালিক মিন্টু বলেন,তার ব্যবসায়ী জীবনের পনেরো বছরে এই ধরনেরলোকসানের মুখে পড়তে হয়নি। ঈদ কালেকশনের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান,অন্যান্য বছরের তুলনায় এ বছর তার দোকানে কালেশন ভাল,ক্রেতার চাহিদার কথা মাথায় রেখেই সব ধরনের দেশী ও বিদেশী পন্য সরবরাহ করে থাকি। কিন্তুক ঈদের আগেযে বেচা-কেনা হয় তার চাইতে বর্তমানের বেচা-কেনা কিছুটা ভাল তবে ঈদের বেচাকেনার মতো নয়। তবে এখন আশায় বুক বেধে আছে ব্যবসায়ীরা ঈদগেলে ও আসছে পুজা তাই সামনে বেচা-কেনা আরো বাড়তে পারে বলে আশা করছেন।