Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
01-copy1-300x200গত ২১ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ৩০ বিজিবি’র অধীনস্থ বালাপাড়া বিওপির দায়িত্বাধীন এলাকার বাংলাদেশী মোঃ মকবুল হোসেন, পিতা-রাইতু মোহাম্মদ, গ্রাম+পোষ্ট-বর্ষালুপাড়া, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড় এর ০৩ টি গরু একই সময়ে মোঃ তসলিম উদ্দিন এর ০২ টি এবং আবুল হোসেন এর ০১ গরুসহ সর্বমোট ০৬ টি গরু ঘাস খেতে খেতে সীমান্ত পিলার ৩৯৮/৪-এস এর নিকট দিয়ে ১০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১৩৯ বিএসএফ ব্যাটালিয়নের মরাগতি ও গোয়ালগছ ক্যাম্পের দায়িত্বাধীন ডিউটি পোষ্টে কর্মরত বিএসএফ সদস্যরা গরুগুলি আটক করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর ২০১৫ তারিখে বালাপাড়া বিওপির হাবিলদার মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে একটি বিজিবি টহলদল ঘটনাস্থলে গমন করে কর্তব্যরত বিএসএফ সদস্যদের সাথে সৌজন্য সক্ষাতের মাধ্যমে ০৩ টি গরু এবং গত ২২ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১০০০ ঘটিকা হতে ১০৩০ ঘটিকা পর্যন্ত সীমান্ত পিলার ৪০০ এর নিকট বালাপাড়া কোম্পানী কমান্ডার এবং প্রতিপক্ষ ১৩৯ বিএসএফ ব্যাটালিয়নের গোয়ালগছ কোম্পানী কমান্ডারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে বাকি গরুগুলো ফেরত আনা হয়েছে। সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর সাথে সুসম্পর্ক বজায় থাকায় উক্ত বাংলাদেশী নাগরিকের গরুগুলো ফেরত আনা সম্ভব হয়েছে।