খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
ময়মনসিংহ জেলার মুক্তাগাছার লিচুতলা এলাকায় বড়াতে এসে স্ত্রীর সাথে ঝগড়া করে দেড় বছরের শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে এক পাষন্ড পিতা।
পুলিশ জানায়, ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের চাঁনমিয়ার ছেলে শাহজাহান মিয়া স্ত্রী পারভিন আক্তারকে সঙ্গে নিয়ে মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের লিচুতলা গ্রামে নানাশ্বশুর রেনু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। সেখানে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে শাহজাহান তাদের দেড় বছরের শিশু সন্তান সুমাইয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
পুলিশ শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে। সেই সাথে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।