খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠক করবেন, এমন গুঞ্জনের বিষয়টি উড়িয়ে দিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘সৈয়দ আশরাফের পরিবার দীর্ঘদিন ধরে লন্ডনে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলে সেখানে গেছেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাই তিনি (সৈয়দ আশরাফ) লন্ডন গেছেন। সৈয়দ আশরাফ কখনো বিএনপি বা তাদের কারও সঙ্গে বৈঠক করবে এটা যারা বলেন তারা আসলে তাদের চিন্তাধারা সুস্থ নয়।’ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার হানিফগরের নিজ বাসভবনে সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ মুহূর্তে সরকার মধ্যবর্তী নিবার্চনের কথা ভাবছে না মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এ সরকার জনগণের সরকার। আওয়ামী লীগ জনগনের দল। জনগণ যেটি চায় আওয়ামী লীগ সেই কাজটিই করে। জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। আর তাই এই মুহূর্তে সরকার মধ্যবর্তী নির্বাচনের কথা ভাবছে না।’ জনগণ নির্বাচন নিয়ে ভাবছে না দাবি করে হানিফ বলেন, ‘দেশের মানুষের আস্থা এখন এ সরকারের ওপরে, যা কিনা বিভিন্ন জরিপে চলে এসেছে। জনগণ নির্বাচন নিয়ে ভাবছে না, অন্য কারও ভাবনাতে কারো কিছু যায় আসে না। বিএনপি কি ভাবছে সেটা কোন বিষয় নয়।’ এ সময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল হক, আওয়ামী লীগ নেতা শেখ গিয়াস উদ্দিন আহম্মেদ মিন্টু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবি। পরে তিনি সদর উপজেলার ১২টি সমাজ উন্নয়ন সংগঠকদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন।