খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
চিকিৎসকের দেয়া পরামর্শ মতো চোখে অস্ত্রপাচারের পর দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে আগামী ১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার। দুই চোখেই অপারেশন করানোর জন্য পূর্ব নির্ধারিত ১ অক্টোবর দেশে ফিরতে পারছেন না বিএনপি নেত্রী।
বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্যরাই এ খবর নিশ্চিত করেছেন। তারা জানান, তার দুই চোখেই অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চোখে অপারেশন করাবেন। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ঈদের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।
খালেদা জিয়ার ঘনিষ্ট সূত্র জানায়, ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে তিনি চিকিৎসকের কাছে গেছেন। চোখের পরীক্ষা করিয়েছেন। এরপর চিকিৎসক সব পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন চোখের অপরারেশন করাতে হবে। খালেদা জিয়া আবারও চোকের চিকিৎসকের কাছে যাবেন। এরপর তার সঙ্গে আলোচনা করেই অপারেশনের দিন ও সময় ঠিক করবেন।
সূত্র বলছে, তিনি ১ অক্টোবর দেশে ফিরে আসবেন এই জন্য আগাম টিকিট কাটলেও তা হচেছ না। ইতোমধ্যে তার টিকিটের তারিখ পরিবর্তন করা হয়েছে।
এদিকে খালেদা জিয়া লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে আট বছর পর এই প্রথমবারের মতো বিদেশে ঈদ পালন করেন। সেখানে বিভিন্ন স্তরের নেতা কর্মী, সমর্থকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও তিনি দীর্ঘ বক্তৃতা করেন।
সেখানে তিনি রাজনৈতিক বিভিন্ন বিষয়, সরকারের সমলোচনা, দেশের জনগণের সমস্যা ও আগামী দিনে তিনি কি করবেন সেই সব কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই সফরে তার সঙ্গে ছিলেন একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা আখতার।