Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
14প্রতিবছরের ন্যায় এবছরও ২৭ সেপ্টেম্বর যথাযথ গুরুত্বের সাথে বাংলাদেশে ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৫’ পালন করা হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পর্যটন শিল্পের বিকাশে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে যুগোপযোগী আইন-নীতিমালা প্রণয়ন, হালনাগাদকরণ ও বাস্তবায়ন একান্ত আবশ্যক। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশে রয়েছে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা। বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পর্যটন স্পটগুলো চিহ্নিতকরণ এবং বিদ্যমান পর্যটন স্পটগুলোর আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হলে বিদেশি পর্যটকের পাশাপাশি দেশীয় পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাবে। ফলে এ সেক্টরে ব্যাপক কর্মসংস্থান হবে। রাষ্ট্রপতি বলেন, পর্যটনখাত বৈদেশিক মুদ্রা উপার্জনের একটি অন্যতম বড় খাতে পরিণত হবে। বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্য ‘এক বিলিয়ন পর্যটক : এক বিলিয়ন সম্ভাবনা’ অত্যন্ত সময়োপযোগী। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন উপাদানসমূহ বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত করে তোলার লক্ষ্যে সরকার ঘোষিত ‘ভিজিট বাংলাদেশ ২০১৬’ প্রচারণামূলক কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী পর্যটন একটি দ্রুত সম্ভাবনাময় শিল্প। সার্কভুক্ত অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আগত বিদেশি পর্যটকের সংখ্যা যথেষ্ট কম। পর্যটন শিল্প বিকাশে গবেষণা, আধুনিক ব্যবস্থাপনা এবং দক্ষ জনবল সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ। বিদেশি পর্যটক আকর্ষণের জন্য দেশে-বিদেশে আয়োজিত পর্যটন মেলাসমূহে নিয়মিত অংশগ্রহণ এবং বাংলাদেশের পর্যটনের ব্যাপক প্রচার এ লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।