খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
পবিত্র ঈদুল আজহার ছুটির পরে দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। তবে উভয় বাজারে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৮৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৫ কোটি ৩৩ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এরমধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির। দর কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসিআই, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, সাইফ পাওয়ারটেক, বিএসআরএম স্টিলস লিমিটেড, গ্রামীণফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড এবং অ্যাপোলো ইস্পাত।
দিনশেষে অপর শেয়ারাবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮৬৫ পয়েন্টে। লেনদেন হয় ২৭ কোটি টাকা। লেনদেনে অংশ নেয় ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।