খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
জার্মানের অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছে। সফরে জার্মান মন্ত্রী ড. গ্রেড মুলার দেশটির সহায়তায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পাশাপাশি অর্থনীতি এবং উন্নয়ন বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন ড. গ্রেড মুলার। একটি সূত্রে জানা গেছে, উন্নয়ন প্রকল্প পরিদর্শন করতে মন্ত্রী ড. গ্রেড মুলারের বুধবার রাজশাহী সফর করার পূর্ব নির্ধারিত সূচি ছিল। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে শেষ মুহূর্তে ওই সফর বাতিল হতে পারে।