Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14রোহিঙ্গাদের নাম, বাবার নাম, মায়ের নাম, স্বামী-স্ত্রীর নাম, জন্ম তারিখ, ঠিকানা প্রভৃতি তথ্য চেয়ে স্বরাষ্ট্র, ত্রাণ ও দুর্যোগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। একই বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, কক্সবাজার, বান্দরবন ও রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় এবং শরণার্থী ক্যাম্পগুলোতেও। ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি রোধ করতে নির্বাচন কমিশন এ উদ্যোগ নিয়েছে। গত বছরের ভোটার হালনাগাদের সময় রোহিঙ্গারা ভোটার হচ্ছে এমন তথ্যে ভিত্তিতে রোহিঙ্গা ঠেকাতে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি। মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের তথ্য সংগ্রহের জন্য একটি নির্দিষ্ট ছকও পাঠিয়েছে ইসি। প্রসঙ্গত, ২০১৪ সালে নির্বাচন কমিশন রোহিঙ্গা ভোটার ঠেকাতে কক্সবাজার, বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলার ১৪টি উপজেলাকে রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করে।