খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যারা মানুষ পোড়ানোর সাথে, সাম্প্রদায়িকতার সাথে এবং জঙ্গীবাদের সাথে জড়িত তাদেরকে বাদ দিয়ে সবাইকে নিয়ে সরকার জাতীয় ঐক্য গঠনে এক পায়ে খাড়া আছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা মহাজোটের মধ্যদিয়ে এই জাতীয় ঐক্য’র প্রতিফলন করেছি। কমিউনিষ্ট পার্টিসহ বাকি যারা গণতান্ত্রিক দল আছে তাদেরকেও এই ঐক্যে আসার আহবান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভয়াবহ জঙ্গীবাদী নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দোসর জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মাটি থেকে এবং রাজনীতি থেকে হটিয়ে না দেয়া পর্যন্ত এদেশে আগুন যুদ্ধের সন্ত্রাসী-জঙ্গীবাদীদের মূল উৎপাটন সম্ভব নয়। মন্ত্রী আরও বলেন, গণতন্ত্র ধ্বংসকারী জঙ্গীবাদের প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া কিংবা ফখরুল সাহেবদের মুখে আমরা গণতন্ত্রের কথা শুনতে চাইনা। উনি যদি এতই গণতন্ত্রের চর্চা করবেন তবে যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলা ভাইরা কিভাবে সরকারি প্রশাসনে তাণ্ডব চালিয়েছিল। কিভাবে ২১ আগষ্টের খুনিদের প্রশাসন রক্ষা করেছিল। এর কৈফিয়ত দিয়ে তারপরে জাতীয় ঐক্যের কথা বলুন। দুই বিদেশী নাগরিকের হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গভীর চক্রান্ত। তদন্ত চলছে, কয়েকদিন পরেই দেশবাসী দেখতে পারবে কারা এর সাথে জড়িত। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।