Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

feniখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, ফেনী : ইটালি ও জাপানের দুই বিদেশী নাগরীক হত্যার অস্ত্রের ব্যালেস্টিক এক্সপার্ট অপেনিয়ন এখনও সিআইডির হাতে এসে পৌছেনি বলে ফেনীতে সিআইডির এডিশনাল আইজি শেখ হিমায়েত হোসেন জানিয়েছেন। তবে জাপানি নাগরীক কুশিওরটা না আসলেও ইটালি নাগরীক তাবেলার রির্পোটটা এসেছে। এসব রির্পোটের যথাযত এক্সপার্ট অপেনিয়ন সিআইডি তদন্ত করে দেখবে।
শনিবার দুপুরে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিআইডি’র ফেনী জেলা ক্যাম্প অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দুই বিদেশী নাগরীককে একই উদ্যোশে হত্যা করা হয়েছে। এটির সাথে রাজনৈতিক যোগসুত্র থাকতে পারে। এই দুই হত্যার তদন্তে ইত্যেমধ্যে হাইপার্ট এসেসটিং টিম গঠন করা হয়েছে। সিআইডি এই মামলা দুটি সরাসরি তদন্ত না করলেও শেড ইনভিস্টিগেশন করছে।
তিনি বলেন, দেশে আইএস’র কোন সম্পৃক্ততা নেই। দেশের কোন গোয়েন্দা সংস্থা আইএস’র বিষয়ে কোন তথ্য সরকারকে দিতে পারেনি।
সিআইডি’র কুমিল্লা জোনের বিশেষ পুলিশ সুপার (এসপি) ড. নাজমুল করিম খানের সভাপতিত্বে ও ফেনী জেলা পুলিশ সুুপার রেজাউল হক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিআইডি’র চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ব্যারিস্টার মোশাররফ হোসেন।