খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, মদন, নেত্রকোনা : ’’সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’’ এই প্রতিপাদ্যটি সামনে রেখে নেত্রকোণা মদন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি,পপি নতুন আলো,ব্র্যাক পিওয়াসের সহযোগিতায় রোববার র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে উপজেলা পাবলিক হলে নির্বাহী অফিসার মোঃ খুরশীদ শাহরিয়রের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ’লীগের সভাপতি আব্দুল কদ্দুস, প্রভাষক মোঃ সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাছুমা মমতাজ,জন স্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার,যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ,প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন,পি ওয়াস সিনিয়র ম্যানেজার আমিনুল ইসলাম,ছানোয়ার হোসেন খান পাঠান প্রমূখ। ঐ দিন জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।