Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Tangiখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, মাভাবিও প্রবি, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর ১৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। এ উপলক্ষে কেক কাটা ও আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়েছে । সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় অল্প পরিসরে উদ্যাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস-২০১৫। তবে আগামী ৪ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, সকাল বিকাল পরীক্ষা চলছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি ছোট করা হয়েছে। তবে আগামী ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসটিকে স্মরণীয় করে রাখতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক কর্মসূচির আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো ক্যাম্পাসে শুরু হয়েছে উৎসবের আমেজ। ক্যাম্পাস সাঁজানো হচ্ছে বর্ণিল সাজেঁ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১২-ই অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।